You have reached your daily news limit

Please log in to continue


অবৈধ গাঁজা চাষ অস্ত্রের সন্ধান পেয়েছে জার্মান পুলিশ

আখেন শহরে বড় একটি অভিযান চালিয়ে তিনটি গাঁজা বাগান এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷ জার্মানির রাইনল্যান্ড অঞ্চলে অবৈধ গাঁজা চাষ তদন্তের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে৷ উদ্ধার করা অস্ত্রের বিশাল ভান্ডার সরিয়ে নিতে বেশ কয়েকদিন সময় লেগেছে কর্তৃপক্ষের৷ আখেন শহরের পুলিশ ও প্রসিকিউটররা জানিয়েছেন, অক্টোবর মাসের মাঝামাঝি পেশাদারভাবে পরিচালিত মোট তিনটি গাঁজা ক্ষেত, প্রচুর অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পায় এবং এসবের সাথে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয় ৷ গ্রেপ্তার করা ১১ জনের মধ্যে একজন ৩৪ বছর বয়সি হাঙ্গেরিয়ান রয়েছে৷ অবৈধভাবে জার্মানিতে বসবাস এবং গাঁজা চাষের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়৷ অক্টোবর মাসে চালানো প্রথম দুটি অভিযানে তদন্তকারীরা আখেন শহরের কাছাকাছি অয়েসকির্শেনে একটি এবং হ্যার্সোগেনরাথে আরেকটি গাঁজা ক্ষেতের খোঁজ পায়৷ পুলিশের এক বিবৃতি অনুযায়ী অয়েসকির্শেনের গাঁজা ক্ষেতে ২,৩০০ গাঁজা চারা এবং ২,০০০ কাটা পাতা ছিলো৷ গাঁজা বাগানের কাছেই অস্ত্র ও গোলাবারুদগুলো পাওয়া গেছে৷ সেগুলো সরিয়ে নিতে বেশ কয়েকদিন সময় লেগেছে বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ তৃতীয় গাঁজা বাগানটির খোঁজ পাওয়া গেছে রাইনল্যান্ডের ছোট শহর ড্যুরেনের কাছে টিটিস-এ, যে বাগানে ১.৬০০ গাঁজা চারা রয়েছে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন