You have reached your daily news limit

Please log in to continue


আগুন সন্ত্রাস বিএনপির প্ল্যানড গেম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরকারের সমালোচনার নামে দেশে-বিদেশে অপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিএনপিসহ সুবিধাবাদী শ্রেণির কঠোর সমালোচনা করে বলেছেন, আগুন সন্ত্রাস বিএনপির প্ল্যানড গেম। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে তারা (বিএনপি) নামকা ওয়াস্তে ক্যান্ডিডেট দেন, খুব হৈ চৈ করেন। এটা তাদের একটা পরিকল্পিত খেলা, প্ল্যানড গেম। আমরা এখন জানি তারা এটাই করবে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।’ তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনে যখন নির্বাচনটা করতে গেলাম (১২ নভেম্বর) তখনো একই ঘটনা, কতগুলো বাসে তারা আগুন দিল। পার্লামেন্টে বিএনপির এক নেতা (সংসদ সদস্য হারুনুর রশীদ) এ ব্যাপারে প্রশ্ন তুললো। আমার কাছে এ বিষয়ে তার দলের লোকের বক্তব্যের ভিডিও রেকর্ড ছিল।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন