কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০২১ সালের শুরুতে দূর হতে পারে ল্যাপটপের সংকট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৫

দেশের বাজারে ল্যাপটপের সংকট সহসাই কাটছে না। এ সংকট আগামী বছরের প্রথম কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) গিয়ে শেষ হতে পারে। বাজারে বাজেট (কম দামের) ল্যাপটপের সংকট তীব্র হলেও হাই-এন্ড (বেশি দামের) ল্যাপটপের সংকট তীব্র নয়। অপেক্ষার কয়েকদিনের মধ্যেই তা মিলছে বলে বাজার সংশ্লিষ্ট ও কম্পিউটার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ডেল কর্তৃপক্ষ বলছে, বাজারে তাদের (ডেল ব্র্যান্ড) ল্যাপটপের কোনও ঘাটতি নেই। সাপ্লাই চেইন ঠিক রয়েছে।

এদিকে প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন তাদের ইলেভেন জেন (১১তম জেনারেশন) প্রসেসরের বাজারে আসার তারিখ পিছিয়ে দিয়েছে। অক্টোবরের শেষ দিকে বাজারে আসার কথা থাকলেও প্রসসেরটি নতুন বছরের প্রথম কোয়ার্টারের শুরুর (জানুয়ারি-মার্চ) দিকে আসতে পারে বলে জানিয়েছে ইন্টেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও