কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৮:২৬

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের পক্ষে সবসময় অত্যন্ত শক্তিশালী ও বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন।

বিশ্ব দর্শন দিবস-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দর্শন বিভাগ আয়োজিত বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষিত আর অন্য ভাগে শাসিত। আমি শোষিত মানুষের পক্ষে। বঙ্গবন্ধুর আর একটি বৈশিষ্ট্য ছিল মানুষের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসাই তাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উৎসাহ দিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও