কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা হটস্পট দিল্লি, রাস্তায় মাস্ক ছাড়া দেখলেই ₹২০০০ জরিমানা!

এইসময় (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৭:৪২

নাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তৎপর দিল্লি সরকার। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে তাঁকে ২০০০ টাকা জরিমানা করা হবে। ৫০০ টাকা থেকে বাড়িয়ে জরিমানার মূল্য ২০০০ করা হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী সমস্ত রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে আবেদন করেছেন, সাধারণ মানুষকে মাস্ক বিলি করার জন্য।

দেশে কোভিড হটস্পট হয়ে উঠেছে দিল্লি। গত ১০ দিন ধরে সংক্রমণের নিরিখে দিল্লি শীর্ষে। গত মঙ্গলবারও রাজধানীতে প্রতি ঘণ্টায় চার জন করোনা-আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে ফের লকডাউনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সরকার জানিয়ে দিয়েছে, লকডাউনের কথা তাঁরা ভাবছে না। তাঁদের দাবি, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ এসে দিল্লিকে ধাক্কা দিয়েছিল ঠিকই, কিন্তু সংক্রমণের রেখচিত্র এখন নিম্নমুখী। তবে সংক্রমণ ঠেকাতে সব রকম সাবধানতা নিয়ে চায় দিল্লি সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও