কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতকালেও হতে পারে সানবার্ন! জানুন কারণ...

এইসময় (ভারত) প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৬:০৬

শীতের রোদে পিঠ দিয়ে বসার মজাটাই আলাদা। এছাড়াও যাঁদের ভিটামিন ডি এর সমস্যা রয়েছে তাঁদের কিছুটা সময় রোদে থাকতে বলা হয়। আর শীতে যদি গায়ে রোদ লাগে তাহলে ঠান্ডা ভাবও খানিক কম লাগে। কিন্তু শীতের রোদের ঝাঁঝও মোটেই কম নয়। আর সেই রোদ কিন্তু পুড়িয়ে দিতে পারে আমাদের ত্বক। আর শীতের সানবার্ন শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এই সময় অনেক রকম ক্রিম, লোশন ব্যবহার করা হয়। এরপর যদি ট্যান পড়ে সেই পোড়াভাব তোলা বেশ কঠিন হয়ে যায়।

শীতকালে কীভাবে সানবার্ন হয়

শীতে টুপি, ছাতা, সানগ্লাস ছাড়া বেরোলেই মুশকিল। শীতের রোদ ভালো লাগছে ভেবে সানগ্লাস নেবেন না, এরকমটা করবেন না। কারণ এই ঋতুতে ত্বকের একটু বেশিই যত্ন নিতে হয়। রোজ সাবান মেখে স্নান, ক্রিম মাখা এসব তো করবেনই। সেই সঙ্গে বাড়ির বাইরে বেরোলে লোশনের সঙ্গে সানস্ক্রিন লোশন মিশিয়ে লাগাতে ভুলবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও