পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে মানববন্ধন
পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে রাজধানীতে র্যালি ও মানববন্ধন করেছে ‘বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব ফারুক শাজেদের সঞ্চালনায় বক্তারা বলেন, এদেশে নারীদের জন্য আইনী সুরক্ষার ব্যবস্থা থাকলেও পুরুষদের জন্য কোনো আইন নেই। ফলে তারা ঘরে-বাইরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে পুরুষরা। আবার অনেক সময় বিনা বিচারে কিংবা মিথ্যা মামলায় লাঞ্ছিত হতে হচ্ছে তাদের।
তারা আরও বলেন, পুরুষদের জন্য আলাদা কোনো আইন ও মন্ত্রণালয় না থাকায় নির্যাতন ও বৈষম্যের কথাগুলো তুলে ধরতে পারছে না তারা। তাই অবিলম্বে পুরুষ নির্যাতন বন্ধে আইন করতে হবে।