বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল তিন শহর হংকং, জুরিখ ও প্যারিস
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন হংকং। এর পরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ ও ফ্রান্সের প্যারিস। জীবনযাত্রার ব্যয় নিয়ে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগের বছরও ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম ছিল হংকং। সে সময় হংকংয়ের সঙ্গে তালিকার শীর্ষে ছিল এশিয়ার আরও দুই শহর সিঙ্গাপুর ও জাপানের ওসাকা। তবে এ বছর সিঙ্গাপুর নেমে গেছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে ওসাকার সঙ্গে যৌথভাবে রয়েছে ইসরায়েলের তেল আবিব।