ছবির খবর নেই, নেতৃত্ব নিয়েই ব্যস্ত
‘চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের মন্দাবস্থার কথা বাদই দিলাম। করোনার কারণে গত মার্চ থেকে প্রায় সাত মাস সিনেমা হল বন্ধ ছিল। গত ১৬ অক্টোবর নতুন করে সিনেমা হল খোলার পর সিনেমা হল মালিকরা পড়েছেন চরম বিপাকে। ছবি আছে কিন্তু মুক্তি দিচ্ছেন না প্রযোজক। প্রযোজক সমিতির সর্বশেষ নির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরু বলছেন, প্রযোজকরা ছবি মুক্তি দেবেন ঠিকই কিন্তু তার আগে প্রদর্শকদের ছবির অর্থ ফেরতের গ্যারান্টি দিতে হবে।
প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস এর জবাবে বলছেন, প্রযোজকদের কাছে বর্তমানে মুক্তি দেওয়ার মতো যেসব ছবি রয়েছে তার সবই যে মানসম্মত এবং ব্যবসা করবে সেই গ্যারান্টি কি তারা দিতে পারবেন?