You have reached your daily news limit

Please log in to continue


অনলাইনে যৌন হয়রানি: সমাধান করবে কে?

প্রেমে প্রত্যাখাত হয়ে সহপাঠীর ফোন নম্বর পর্নসাইটে দিয়ে দেয় সানি (ছদ্মনাম)। এরপর শুরু হয় একের পর এক ফোন আসা আর হয়রানিমূলক কথা। সাড়া না দিলে শুরু হয় অকথ্য গালি। অবশেষে ফোন নম্বর বদলে রক্ষা পান সায়লা (ছদ্মনাম)। মাঝের পুরো সময়টা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাতে মানসিকভাবে ভেঙে পড়েন সায়লা। একই অফিসে কর্মরত পুরুষ সহকর্মী ইনবক্সে নানা মেসেজ দেন। ‘আজ সুন্দর লাগছে’, ‘অফিস শেষে ঘুরতে যাবেন?’ ইনিয়ে বিনিয়ে অনেক প্রস্তাব। সরল মনে একবার দুবার সাড়া দিয়ে ফেললে শুরু হয় প্রস্তাবের দ্বিতীয় পর্ব। তারপর ইনবক্স করা শুরু হয় অফিস টাইমের পরও। এমনকি মধ্যরাতেও বলতে শুরু করেন ওই নারী সহকর্মীর কোন কোন বিষয় তার ভালো লাগে ইত্যাদি। শুরুতে অফিসের কলিগ ভেবে চুপ থাকেন নারী সহকর্মীটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন