দেশীয় ইস্পাত শিল্পের উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না
চাহিদার তুলনায় দেশীয় ইস্পাত শিল্পের উৎপাদন সক্ষমতা বেশি হলেও কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী আজ বুধবার জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে চীনে ২৫ হাজার টন এমএস বিলেট রফতানির উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ তথ্য উল্লেখ করেন।
রফতানিমুখী এমএস বিলেট উৎপাদন এবং তা বিশ্ববাজারে রফতানি বাড়িয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর অবদান রাখার জন্য ইস্পাত শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে শিল্প শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের দৃষ্টান্ত অনুসরণ করে বছরব্যাপী এমএস বিলেট উৎপাদন এবং রফতানির নতুন বাজার খুঁজে বের করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.