বুধবার কলকাতায় সোনা-রুপোর দাম কমল, জানুন সব আপডেট...

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ২১:০০

বিয়ের মরশুমের আগে মধ্যবিত্তের জন্য সামান্য স্বস্তির খবর। সোনার দাম ফের কমতে শুরু করেছে। গতকালের পরে বুধবারও দেশের বাজারে নিম্নমুখী সোনালি ধাতুর দাম। ব্যতিক্রম নয় কলকাতা। এদিন কলকাতার বাজারেও রুপো এবং সোনা উভয় ধাতুর দাম কমেছে। প্রতি ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম কমেছে ৩৩০ টাকা।

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে। তাদের দেওয়া তথ্য অনুসারে এদিন কলকাতার বাজার বন্ধ হওয়ার সময় সোনা এবং রুপোর দর কী ছিল, এক নজরে দেখে নেওয়া যাক:

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও