পুলিশের প্রধান বেনজীর আহমেদ বলেছেন, ‘‘পুলিশে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই৷’’ কিন্তু প্রশ্ন উঠেছে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে পুলিশে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা আছে কিনা? আর আইজিপির এটা কি শুধু কথার কথা?
মঙ্গলবার তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক মতবিনিময় সভায় আরো বলেন, ‘‘কোনো পুলিশ সদস্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না৷ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর৷ পুলিশ হবে ঘুস ও দুর্নীতিমুক্ত৷’’
ওই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম৷ আর এই পুলিশ কমিশনার শফিকুল ইসলামেরই আইজিপিকে দেয়া একটি চিঠি বেশ আলোড়ন তুলেছিল কয়েকমাস আগে৷ তিনি ৩০ এপ্রিল তার অধীনস্ত যুগ্ম কমিশনার (লজিস্টিক) মো. ইমাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে ব্যবস্থা নেয়ার জন্য আইজিপিকে চিঠি দিয়েছিলেন৷ অভিযোগ, ওই যুগ্ম কমিশনার কেনাকাটায় খোদ পুলিশ কমিশনারকেই ‘পার্সেন্টেজ’ দেয়ার প্রস্তাব করেছিলেন৷ তিনি যুগ্ম কমিশনারের বিরুদ্ধে কেনাকাটায় দুর্নীতির অভিযোগও করেন৷ এই চিঠির ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় এক মাস পরে৷ কিন্তু ওই একমাসে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ যখন খবর প্রকাশ হয় তারও ১০ দিন পর ৯ জুন তাকে শুধু বদলি করা হয়৷ তাও করেন পুলিশ কমিশনার নিজে৷ আর কোনো ব্যবস্থা বা তদন্তের কোনো খবর এখনো জানা যায়নি৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.