দুই কাজে ঈর্ষা করা যাবে
নয়া দিগন্ত
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৯:৫৬
ইবনু মাসউদ রা: থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সা:-কে বলতে শুনেছি, কেবলমাত্র দুই ধরনের ব্যক্তির প্রতি ঈর্ষা রাখা যেতে পারে, একজন এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ন্যায়পথে তা ব্যয় করার মতো ক্ষমতাবান করেছেন। অন্যজন এমন ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন (আর তিনি) সে অনুযায়ী ফায়সালা দেন ও অন্যকে তা শিক্ষা দেন।
- ট্যাগ:
- ইসলাম
- ইসলাম ও জীবন
- ঈর্ষা
- জ্ঞানার্জন