১২ বছর পর ব্যাংকের আইপিও পুঁজিবাজারে

বিডি নিউজ ২৪ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৯:৫৯

দীর্ঘ ১২ বছর বাংলাদেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে আসছে কোনো ব্যাংক। এনআরবি কমার্শিয়াল ব্যাংককে বুধবার আইপিও ছেড়ে ১২০ কোটি তোলার চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১তম ব্যাংক হবে এনআরবি কমার্শিয়াল। এর আগে ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সর্বশেষ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১০ টাকা অভিহিতি মূল্যের ১২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ১২০ কোটি টাকা তুলবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

আইপিওর মাধ্যমে তোলা অর্থ সরকারি সিকিউরটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও আইপিও খাতে ব্যয় করবে ব্যাংকটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও