 
                    
                    চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
চাঁপাইনবাগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম বুধবার আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত রুবেল ওরফে ফয়সাল (২৬) ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ নামো কানারহাট গ্রামের মো. ফারুকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২৭ অক্টোবর বাড়ির কাছে একটি বাঁশ ঝাড়ের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশু। এই ঘটনায় ওইদিনই শিশুটির বাবা ভোলাহাট থানায়  মামলা করেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                