সরকারী কাজের নামফলক ভেঙ্গে ফেলেছে এমপি ও তার লোকজন
নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে পাওয়া সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী উন্নয়ন প্রকল্প কাজের নামফলকে জেলা পরিষদ চেয়ারম্যানের নাম থাকায় ক্ষোভ দেখিয়ে সেটি ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের স্থানীয় বিরোধী দলীয় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা ও তার লোকজনের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যানসহ সদস্যরা। সোনারগাঁও জি আর ইনিষ্টিটিউশন স্কুল এন্ড কলেজে মঙ্গলবার সন্ধ্যায় নামফলক ভাঙ্গার এই ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে আসা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে ২০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ দেয়া হয় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সোনারগাঁও জি আর ইনিষ্টিটিউশন’র মেইন গেইট ও সীমানা প্রাচীর তৈরীর জন্য।