পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুরে ফসলি জমিতে দুটি ইটভাটায় অবৈধভাবে ইট উৎপাদন ও বেঁচাকেনার কাজ চলছে। প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে চলছে ভাটা দুটি। ফলে হুমকির মুখে রয়েছে ভাটার চারপাশের ফসলি জমি।
এ নিয়ে গত সোমবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এছাড়া কোন সড়ক থেকে অর্ধ কিলোমিটার দূরত্বে ইটভাটা স্থাপন করতে হবে।