সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে সম্পৃক্ত হওয়ায় কড়াকড়ি
ডেইলি স্টার
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৮:০৭
অফিস চলাকালে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা দিতে পারবেন না। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলাকালে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। তবে, কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের জানাতে হবে।
এ ছাড়া, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকগুলোতে লাইসেন্স ও নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।