মোটা টাকা লোনের নামে জালিয়াতি! ভারতে জনপ্রিয় এই ৪ অ্যাপ সরাল Google, আপনি?

এইসময় (ভারত) প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৬:৫০

দিনের পর দিন কাস্টোমারদের লোন দিয়ে আসছে। শর্ট-টার্ম ক্রেডিট অথচ ইন্টারেস্ট রেট অত্যন্ত বেশি। Play Store থেকে এমনই চারটি অ্যান্ড্রয়েড অ্যাপকে সরিয়ে দিল Google। অভিযোগ, এই অ্যাপগুলি কোনও দিক থেকেই ভারতীয় আইন মেনে চলছিল না। আর সেই কারণেই চারটি জনপ্রিয় ডিজিটাল লেন্ডিং অ্যাপ Play Store থেকে সরাল Google।

এতদিন ধরে এই ডিজিটাল লেন্ডিং অ্যাপ্লিকেশনগুলির প্রতিটিই শর্ট-টার্মে গ্রাহকদের লোন দিত। কিন্তু অ্যাপগুলির অত্যধিক ইন্টারেস্ট রেট নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকেরা। Google-এর এক মুখপাত্র সংবাদমাধ্যম Times Of India-র কাছে বলছেন, 'ইউজারদের সুরক্ষার দিকটা নিশ্চিত করতে আমাদের Google Play Developer পলিসি ঢেলে সাজানো হয়েছে। কিছু দিন আগেই আমাদের অর্থনৈতিক সার্ভিস পলিসিতেও বেশ কিছু রদবদল করা হয়েছে। সেটিও গ্রাহকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই। যাতে কোনও গ্রাহক Google Play Store থেকে এমন কোনও সংস্থার সংস্পর্শে না আসেন, যেগুলি আসলে লোন দেওয়ার নাম করে জালিয়াতি করে। আমাদের পলিসি না মেনে চললেই আমরা ব্যবস্থা নিই। এই অ্যাপগুলির ক্ষেত্রেও সেই একই কাণ্ড ঘটেছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও