করোনাকালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং, সস্তা দামেস্ক
করোনাকালীন বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নাম উঠে এসেছে হংকংয়ের। খরচ বেড়েছে প্যারিস, জুরিখ, লন্ডনেরও। তবে করোনা মহামারির আঘাত আর যুদ্ধবিধ্বস্ত হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেযে কম খরুচে শহর নির্বাচিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
সম্প্রতি দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) নামে একটি সংস্থার জরিপে উঠে এসেছে এসব তথ্য। বিশ্বের প্রায় ১৩০টি শহরে খাবার, পানি, পোশাক, ঘরভাড়াসহ ১৩৮টি পণ্য ও সেবার মূল্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে এ র্যাংকিং।
ইআইইউ’র জরিপ অনুসারে, বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং। এর পরে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস ও সুইজারল্যান্ডের শহর জুরিখ। গতবারের তালিকায় এ দু’টি শহর যৌথভাবে পঞ্চম হলেও এবছর করোনাভাইরাস মহামারির মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইউরো ও সুইস ফ্রাঁ’র মান বেড়ে যাওয়ায় তালিকায় এগিয়ে এসেছে তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.