ভারতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড OnePlus। দেশের বিপুল পরিমাণ ছাত্র এবং শিক্ষকদের কথা মাথায় রেখে ভারতে লঞ্চ হল OnePlus Education Benefits Programme। নতুন এই প্রোগ্রামের সাহায্যে দেশের যে কোনও প্রান্তের ছাত্ররা তাঁদের শিক্ষার সুবিধার্থেই OnePlus-এর যে কোনও ডিভাইসে বিপুল পরিমাণ ছাড় পাবেন। OnePlus-এর যে কোনও স্মার্টফোন এবং স্মার্টটিভিতে ছাত্র-ছাত্রীরা ইনস্ট্যান্ট 1000 টাকা অফ পাবেন এবং অন্যান্য অ্যাক্সেসরিজের ক্ষেত্রে কলেজ পড়ুয়ারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
কী ভাবে OnePlus-এর এই অসাধারণ সুযোগ পাওয়া যাবে?OnePlus Education Benefits Programme-এর সুবিধা উপভোগ করতে কোনও ছাত্র-ছাত্রী বা শিক্ষক-শিক্ষিকাকে প্রথমেই ভেরিফাই করতে হবে যে, তিনি যেন অতি অবশ্যই কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা পড়াচ্ছেন। OnePlus-এর অফিশিয়াল ফোরাম থেকে সংস্থার তরফে নিশ্চিত বার্তা দিয়ে বলা হচ্ছে যে, ছাত্র-ছাত্রী বা শিক্ষক-শিক্ষিকাদের ভেরিফাইয়ের সুবিধার্থে Students Beans-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এই সংস্থা। একবার কোনও ইউজারের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই, তাঁদের অ্যাকাউন্টে নতুন কুপন ভাউচার ক্রেডিট হিসেবে যোগ করা হবে। চেক আউটের সময়ে এই ভাউচারই কাজে লাগবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.