কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংক্রমণ রোধে ইরানের দেড়শ শহরে ফের লকডাউন

ডেইলি বাংলাদেশ ইরান প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৬:২৯

বিশ্বের অনেক দেশের মত ইরানেও ফের বেড়েছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। ভাইসটির দ্বিতীয় দফার প্রকোপ বাড়ার আশঙ্কায় আগামী শনিবার থেকে রাজধানী তেহরানসহ ১৫০টি শহর লকডাউন করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।
মঙ্গলবার ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড জোনে অবস্থিত প্রায় ১৫০টি শহরকে লকডাউন করতে চলেছে ইরান সরকার। দেশটির করোনা ভাইরাস মোকাবিলার জন্য জাতীয় টাস্ক ফোর্সের শেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানে মঙ্গলবার ‌‌র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করেছে ইরান সরকার। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও