উত্তর ম্যাসিডোনিয়ায় পর্বত সংরক্ষণের অভিনব উদ্যোগ
যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিতে পারলে উত্তর ম্যাসিডোনিয়া অনেক আগেই নতুন এক জাতীয় পার্ক পেয়ে যেতো৷ শার পর্বতশ্রেণির কোলে ভ্রাৎনিৎসা গ্রামে সন্ধ্যায় ব্যস্ততার ছোঁয়া৷ ফ্রোসিনা পান্দুরস্কা সাধারণত হাসিঠাট্টার তেমন সুযোগ পান না৷ রাজধানী স্কপিয়ের এই পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সবুজ পর্বত নিয়ে তোলা নিজের এক তথ্যচিত্র দেখিয়েছেন৷ তিনি উপত্যকার মানুষকে নিজের উদ্যোগে শামিল করতে চান৷
গ্রামের সংস্কৃতি কেন্দ্রের সামনে আবর্জনাই দেখিয়ে দিচ্ছে যে সমস্যাগুলি মোটেই দূরের নয়৷ বিস্ময়কর হলেও মানুষ সত্যি সেই ছায়াছবি দেখতে এসেছেন৷ ‘শার পর্বতশ্রেণির বন্ধু’ নামের ছোট এনজিও-র আয়োজকরা তাঁদের অনুষ্ঠানে কতটা সাড়া পাবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংরক্ষণ
- পর্বতমালা
- পর্বত