গুজরাটে ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ১০

ইত্তেফাক গুজরাট প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৪:৪৫

গুজরাটের ভাদোদারা শহরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। জানা গেছে, কয়েকজন যাত্রী নিয়ে ভারতের সুরাট থেকে পবাগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মিনি ট্রাক।মিনি ট্রাকটি ভদোদরার ওয়াগহোদিয়া হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ওপর দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক আরও ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের ধারণা, দুইটি ট্রাক দ্রুতগতি হওয়ার জন্য, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও