সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সিবিআইয়ের তদন্তে উঠে আসে বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দুই কর্মকর্তার নাম। এঁদের একজন মুর্শিদাবাদের সাবেক কমান্ড্যান্ট সতীশ কুমার এবং অন্যজন মালদহের কমান্ড্যান্ট জিবু ম্যাথু। সেই সঙ্গে আরও উঠে আসে পাচার চক্রে জড়িত সীমান্তের তিন বড় ব্যবসায়ীর নামও।
এই চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ কমাড্যান্ট সতীশ কুমারের যোগসাজশ থাকায় সীমান্তে অবাধে চলত গরু পাচার। আর সীমান্তে পাচারকালে কোনো গরু ধরা পড়লে তা বিএসএফ আটক করে ২৪ ঘণ্টার মধ্যে সস্তায় নিলামে বিক্রি করে দিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.