ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর তারাকান্দির সবজি বাজার
সময় টিভি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১১:৪৬
ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি সবজি বাজার। গ্রামীণ এ বাজারে সরাসরি জমি থেকে সবজি তুলে নিয়ে আসেন চাষীরা। পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে দামও। কৃষকদের দাবি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে খুশি ক্রেতারা। শীতের শুরুতেই প্রতিদিন সকাল থেকেই সবজির ময়াল হিসেবে পরিচিত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি বাজারে বেচাকেনা চলে।
পাইকারি এ বাজারে মিলে, সিম, ফুলকপি, লাউ, বরবটিসহ সব ধরনের শীতকালীন সবজি। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে দামও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান কৃষকেরা। সীম ৪৯ টাকা, ফুলকপি ৪২টাকা, আলু ৪৫ টাকা, মুলা ২০ টাকা, লাউ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সবজি বিক্রি
- ক্রেতা