ধামরাইয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৯ জনকে অর্থদণ্ড
করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের ভয়াবহতার আশংকায় করোনা সংক্রমণ রোধে অন্যান্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গণসচেতনাতা বৃদ্ধি, জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবং মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে মাঠ পর্যায়ের প্রশাসন সরকার কর্তৃক নির্দেশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে মঙ্গলবার বিকেলে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ধামরাইয়ের এসি (ল্যান্ড) অন্তরা হালদার জানান, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৫টি মামলায় ১৯ জন ক্রেতা-বিক্রেতাকে ৬ হাজার সাত শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.