![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F5d6ba44b-2b77-486a-9eac-5c3123d79a27%252F073529PATUAKHALI_DH0583_20201115_PATUAKHALI___PIC__15_11_2020.jpg%3Frect%3D0%252C99%252C2400%252C1260%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
জমি পাউবোর, দ্বন্দ্বে স্থানীয়রা
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি বেহাত হয়ে যাচ্ছে। পাউবো থেকে বন্দোবস্ত দেওয়া বন্ধ হওয়ার পর স্থানীয় দুই প্রভাবশালী ওই জমি নিজেদের দাবি করে গাছপালা কেটে দখলে নিয়েছেন।
অন্যদিকে ওই জমি বন্দোবস্ত নিয়ে যাঁরা বসবাস করতেন, তাঁরা পুনরায় বন্দোবস্তের আবেদন করেছেন। এখন জমি নিয়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে।দেয়াল তুলে ওই জমি দখল করা দুই ব্যক্তিকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশও দিয়েছে পাউবো। বসবাস করা পরিবারটি এখনো সেখানেই রয়েছে।