You have reached your daily news limit

Please log in to continue


অকালবিবাহ

কেবলমাত্র মুচলেকায় থামিলে চলিবে না। অপরাধ যেখানে সমাজের অনেক গভীরে প্রোথিত, সেখানে প্রয়োজন হয় কড়া পদক্ষেপের। নাবালিকা বিবাহের ক্ষেত্রে কথাটি দেরিতে হইলেও উপলব্ধি করিয়াছে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। সম্প্রতি ব্লকস্তরের আধিকারিকদের নিকট লিখিত নির্দেশ গিয়াছে, নাবালিকা বিবাহের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তির নামে সত্বর পুলিশে অভিযোগ জানাইতে হইবে। এফআইআর দায়ের করিতে হইবে পাত্রপক্ষ এবং বিবাহের সঙ্গে যুক্ত পুরোহিত, ইমামদের বিরুদ্ধেও। লকডাউনে জেলাটিতে নাবালিকা বিবাহের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পাইয়াছে। মুচলেকার বিনিময়ে ৩৭টি বিবাহ রুখিয়া দেওয়া হইলেও কিছু দিনের মধ্যেই ফের নয়টি বিবাহ ঘটিয়াছে। অর্থাৎ, মুচলেকা যে মান্য করা হইতেছে না, তাহা স্পষ্ট। এমতাবস্থায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ একান্ত কাম্য ছিল। স্বস্তি ইহাই, অবশেষে তাহার ঘোষণা হইয়াছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন