মাথায় কালো ক্যাপ্টেন টুপি ও গায়ে সাদা পোশাক। দেখলেই বোঝা যায় তিনি একজন পাইলট। তবে এখন আর তাঁর হাতে উড়োজাহাজের কন্ট্রোলার নেই। বরং রাস্তার পাশে ফুটপাতে খুলেছেন ফুচকার দোকান।
করোনাকালে চাকরি হারিয়ে রাস্তার ধারে ফুচকা বিক্রি করছেন পাইলট আজরিন মোহম্মাদ জাওয়ায়ি। প্রতিদিন সকালে নিজের প্রিয় ইউনিফর্মটি পড়ে এভাবেই হাজির হন রাজধানী কুয়ালালামপুরের পাশের সুবাংজায়া শহরের ফুটপাতে।
চলতি মাসেই মালয়েশিয়ার মালিন্দ এয়ার থেকে চাকরি হারানো এই পাইলটের দোকানের নাম ‘ক্যাপ্টেন কর্নার’। চাকরি যাওয়ার পর সংসার সামলাতে রাস্তার পাশে খাবারের দোকানই খুলে বসেছেন জাওয়ায়ি। খবর হিন্দুস্তান টাইমসের।
হঠাৎ চাকরি হারিয়ে দিশেহার হয়ে পড়েন চার সন্তানের জনক জাওয়ায়ি। সংসারের খরচ চালানোর অন্য উপায় না দেখে নিজের স্ত্রীকে নিয়ে শুরু করেন ফুচকার ব্যবসা। পাইলটের পোশাক পরে নিজেই রান্না করেন নুডলস, ফুচকাসহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড। পরিবেশনও করেন ওই পোশাকেই। এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.