আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে সোমবার গাম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল গ্যাবনের। গাম্বিয়ার ইনডিপেনডেন্স স্টেডিয়ামে ম্যাচটা খেলতে রোববার রাতে দেশটির বানজুল বিমানবন্দরে অবতরণ করে গ্যাবন ফুটবল দল। এরপরই বাধে বিপত্তি। প্রশাসনিক জটিলতার কারণে পিয়ের-এমেরিক অবামেয়াংদের দলকে বিমানবন্দর ছেড়ে যেতে দেওয়া হয়নি। রাতটা তাঁদের কাটাতে হয় বিমানবন্দরের মেঝেতে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে গ্যাবন দলকে বলা হয়, প্রশাসনিক জটিলতার জন্য তারা যেতে পারবে না। পরদিন সকালে সরকারি হস্তক্ষেপের পর বিমানবন্দর ছেড়ে যেতে পেরেছে গ্যাবন দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটা প্রকাশ করেছেন গ্যাবনের তারকা ও আর্সেনাল ফরোয়ার্ড অবামেয়াং।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.