ঠিক ছিল ১৬ নভেম্বর থেকে ‘তিরন্দাজ শবর’-এর শ্যুটিং শুরু হবে। কিন্তু পরিচালক অরিন্দম শীল তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু করলেন এক দিন পর অর্থাৎ মঙ্গলবার। সোশ্যাল মিডিয়ায় ‘শুভ মহরত’ লেখা ক্ল্যাপস্টিকের ছবি, সঙ্গে ক্যাপশন ‘যাত্রা শুরু’ বুঝিয়ে দিয়েছে ফ্লোরে গিয়েছে ‘শবর’। তবে এসভিএফ নয় অরিন্দমের আগামী ‘শবর’-এর প্রযোজক ক্যামেলিয়া প্রোডাকশন।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোন গল্প ছবির উপাদান? অরিন্দম জানিয়েছেন, সাহিত্যিকের অপ্রকাশিত উপন্যাস ‘তিরন্দাজ’ অবলম্বনে আগামী ছবি ‘তিরন্দাজ শবর’। তাঁর কথায়, ‘‘শাশ্বত চট্টোপাধ্যায় এ বারেও শবরের ভূমিকায় এবং এবং শুভ্রজিৎ দত্ত তাঁর সহকারী। এ ছাড়াও থাকছেন শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুন্ডু, অসীম রায়চৌধুরী। এই ছবি দিয়ে টলিউডে প্রথম পা রাখছেন রম্যাণী।’’ শীর্ষেন্দুর ওই উপন্যাসে এক ট্যাক্সিচালকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই চরিত্রে দেখা যাবে নাইজেল আকারাকে। নাইজেল অরিন্দমের পরিচালনায় এই প্রথম কাজ করবেন। পরিচালক, অভিনেতা দু’জনেই জানিয়েছেন, এই কাজ হয়তো আগামী দিনে আবার একসঙ্গে কাজের পটভূমিকা তৈরি করে দিচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.