You have reached your daily news limit

Please log in to continue


কলা কিনতে গিয়ে অপহৃত ফুটবলার

গত রোববার বান্ধবীর সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন ক্রিস্টিয়ান ওবোদো। নাইজেরিয়ান এই মিডফিল্ডার তখনো জানতেন না, একটু পরেই তাঁর সঙ্গে কী ঘটতে যাচ্ছে। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের শহর ওয়ারির রাস্তায় কলা বিক্রি হতে দেখে থেমেছিলেন। গাড়ি থামিয়ে কলা কিনতে গিয়েছিলেন ওবোদো ও তাঁর বান্ধবী। এরপরই ঘটল দুর্ঘটনা। একদল দুষ্কৃতকারী বান্ধবীকে গাড়ি থেকে বের করে দিয়ে অপহরণ করে নিয়ে যায় ওবোদোকে। নাইজেরিয়ার হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওবোদোকে কেন অপহরণ করা হয়েছিল, সেটা এখনো পরিষ্কার নয়। প্রাথমিকভাবে এ ঘটনাকে নাইজেরিয়া জাতীয় দলের ওপর বাজি ধরে হেরে যাওয়ার ক্ষোভপ্রকাশ বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার আফ্রিকার নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচ ড্র করেছিল দলটি। সিয়েরা লিওনের বিপক্ষে সেদিন ৪-০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি সুপার ইগলরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন