বনভূমি দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার

ডেইলি বাংলাদেশ বন অধিদপ্তর, আগারগাঁও প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৯:২৪

সরকারি বনভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদফতরর মিলনায়তনে ‘বনভূমির মালিকানা সংরক্ষণে সঠিকভাবে বনভূমির রেকর্ডভুক্তির বিষয়ে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জিয়াউল হাসান বলেন, দখলদাররা ভুয়া কাগজ-পত্র তৈরি করে তাদের নামে বনভূমির রেকর্ডভুক্ত করার চেষ্টা করেন। দখল করা বনভূমির জায়গা পুনরায় সরকারের দখলে আনতে হবে। বনের জমি দখলমুক্ত করতে সরকারি প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও