![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fa651826b-1fa0-461e-95a0-273a47e2e099%252Farg1.JPG%3Frect%3D0%252C0%252C3714%252C1950%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কাল সকালে যাদের নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা
আগের ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে লিওনেল মেসিরা ড্র করেছেন প্যারাগুয়ের সঙ্গে। বাংলাদেশ সময় আগামীকাল সকালে লিমায় পেরুর বিপক্ষে ম্যাচটা তাই জয়ের ধারায় ফেরার বেশ ভালো উপলক্ষ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। তবে পেরুকে সহজ প্রতিপক্ষ বলার উপায় নেই মোটেও। ২০১৯ সালে কোপা আমেরিকার সর্বশেষ আসরে ফাইনালে উঠেছিল দলটি। পেরুভিয়ানদের কোচের দায়িত্বে আছেন আর্জেন্টিনারই সন্তান রিকার্দো গারেকা।
পেরুর বিপক্ষে কে কে নামবেন আর্জেন্টিনার হয়ে? লিওনেল মেসির চোটের অবস্থা কেমন এখন? ম্যাচের আগের ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মোটামুটি সব প্রশ্নের উত্তরই দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পেরুর বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, সেটা স্কালোনি বেশ ভালোই বোঝেন। পেরুর বেশ কিছু খেলোয়াড় আছেন, যাঁরা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন। দলে আছেন জিয়ানলুকা লাপাদুলা, আন্দ্রে কারিয়ো, রেনাতো তাপিয়া, ইয়োশিমার ইয়োতুন, ক্রিস্তিয়ান কেভা, মিগুয়েল ত্রকো, লুইস আদভিঙ্কুলার মতো বেশ কয়েকজন কার্যকর খেলোয়াড়।