কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিনা পয়সায় Google Photos থেকে ছবি-ভিডিয়ো ডাউনলোড করে ল্যাপটপে রাখুন! কী ভাবে করবেন, জানুন

এইসময় (ভারত) প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৮:৩৯

2021 সালের 1 জুন থেকেই ফ্রি-তে আর ব্যবহার করা যাবে না Google-এর স্টোরেজ অপশন। ছবি বা ভিডিয়ো আপলোড করার সেই আনলিমিটেড স্টোরেজ ব্যবস্থা চিরকালের মতোই বন্ধ হতে চলেছে। একবার আপনার Google অ্যাকাউন্টের 15GB স্টোরেজ শেষ হয়ে গেলেই অর্থাৎ GMail, Google Docs, Google Sheets এবং অন্যান্য Google সার্ভিস ব্যবহার করা গেলে Google One থেকে আপনাকে আবার স্টোরেজ কিনতে হবে।

তবে যদি আপনি মনে করে থাকেন যে, একবার Google স্টোরেজের 15GB শেষ হয়ে গেলে কোনও সাবস্ক্রিপশনের পথে না হেঁটে, নিজের ল্যাপটপ বা ডেস্কটেপেই ছবি বা ভিডিয়ো এক্সপোর্ট করে নেবেন, তা-ও করতে পারেন। সে ক্ষেত্রে কী ভাবে Google Photos থেকে আপনার আপলোড করা সমস্ত ছবি বা ভিডিয়ো ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ জেনে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও