কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন সেনেটে ডোপিংবিরোধী বিল পাস

ডয়েচ ভেল (জার্মানী) আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৮:০৩

২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিক চলাকালীন, রাশিয়ায় রাষ্ট্রীয় সহযোগিতায় চলতে থাকা ডোপিং-কীর্তিকলাপ জনগণের সামনে প্রকাশ করে শিরোনামে আসেন গ্রিগোরি রোচেনকভ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে রয়েছেন তিনি৷ সেই রোচেনকভের কাজকে স্মরণে রেখে সোমবার মার্কিন সেনেট পাস করেছে ডোপিংবিরোধী বিল, যার নাম ‘রোচেনকভ অ্যান্টি-ডোপিং বিল’৷

এই বিলের আওতায় থাকবে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করা মার্কিন অ্যাথলিট, তাদের পৃষ্ঠপোষক এমনকি সম্প্রচারের সাথে যুক্ত কর্মীরাও৷

এবিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডোপিং এজেন্সি ইউএসএডিএ-র প্রধান ট্রাভিস টাইগার্ট বলেন, ‘‘এই আইন সৎ অ্যাথলিটদের সুরক্ষা দেবে৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে যে ডোপিং চক্রান্ত চলছে, তা খেলাধুলার সাথে জড়িতদের জন্য ক্ষতিকর৷ এই আইন তাকে থামাতে ভূমিকা রাখবে৷’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও