নেইমার না থাকায় উরুগুয়ে কোচের ‘স্বস্তি’
নেইমারের অনুপস্থিতি ব্রাজিল দলের জন্য ক্ষতির হলেও নিজেদের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস। বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে তাই কোনোরকম রাখঢাক না করে পিএসজি তারকার না থাকার বিষয়টিকে নিজেদের জন্য ‘স্বস্তির’ বলে জানালেন তিনি। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় নিজেদের মাঠে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। পায়ের পেশির চোটে এবারের আন্তর্জাতিক সূচিতে খেলতে পারছেন না নেইমার।
কোভিড-১৯ পজিটিভ হওয়ায় উরুগুয়েও পাচ্ছে না তাদের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেসকে।
নেইমার না থাকায় দল বাড়তি সুাবিধা পাবে কি-না, এ বিষয়ে নিশ্চিত নন তাবারেস। তবে এটা যে কিছুটা স্বস্তি দেবে, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন উরুগুয়ে কোচ।
“বর্তমান সময়ে নেইমার সেরা খেলোয়াড়দের একজন…ব্রাজিলের আক্রমণভাগে সে খুব গুরুত্বপূর্ণ। তাকে পেয়ে দলটির আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। এগুলো হয়েছে তার গতি, কৌশল, ওয়ান-টু-ওয়ানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য, নিবেদন ও জয়ের মানসিকতার কারণে। জিতলে সে খুশি হয়, হারলে রেগে যায়। সে এমন মানের খেলোয়াড় যে ফুটবলকে ভালোবাসে ও সবকিছু অর্জন করতে চায়।”