করোনাকালেও প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দেশের অর্থনীতি সচল : সালমান এফ রহমান
করোনাকালে সারাবিশ্বের অর্থনীতি যখন অচলাবস্থা, সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতায় দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি আজ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা বাজার এলাকায় রূপালী ব্যাংকের ৫৭৯তম শাখার উদ্বোধনকালে এ কথা বলেন।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, পচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকদের হাতে নিহত হওয়ার পর পরবর্তী সরকারগুলোর সময়ে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি রাষ্ট্রে পরিণত হয়। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ এখন উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.