গত কয়েকদিনে দেশে করোনার সংক্রমণ কিছুটা বাড়লেও রাস্তাঘাটে চলাফেরায় মানুষের মাঝে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মাস্কও পরার প্রবণতাও পরিলক্ষিত হয় না। জনসাধারণের মাস্ক পরাসহ তাদের মধ্যে সচেতনতা বাড়াতে কঠোর হতে যাচ্ছে সরকার। জনগণের মাঝে অসচেতনতা তো আছেই, কিন্তু, এক্ষেত্রে সরকারের আরও আগেই কঠোর হওয়া উচিত ছিল বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তারা বলছেন, দেশে করোনার সংক্রমণের শুরু থেকেই সঠিক পরিকল্পনার ঘাটতি ছিল। যা এখনো দৃশ্যমান। পাশাপাশি করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশ যে চুক্তি করেছে, সেটা অনেকটা তাড়াহুড়ো করেই করেছে বলে মনে করছেন তারা। এক্ষেত্রে আরও অপেক্ষা করা দরকার ছিল বলে তারা জানিয়েছেন। একইসঙ্গে ভ্যাকসিন সংরক্ষণের বিষয়েও বাংলাদেশের আরও তৎপর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.