সিলেটে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলো আখালিয়া, সিলেট প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৫:৩৫

সিলেটের আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল প্যানেল ও চারটি ট্রান্সফরমার জ্বলে গেছে। এর ফলে সিলেটের পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী বজলুল করিম বলেন, অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সেটি এখনো বলা যাচ্ছে না।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক কোবাদ আলী সরকার প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও