কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃহস্পতিবার ইরানে হামলার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প

আরটিভি আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৫:২৮

গত সপ্তাহে ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলার একটি পথ খুঁজছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি তার উপদেষ্টাদের পরামর্শও চেয়েছিলেন। সোমবার এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গত বৃহস্পতিবার এক বৈঠকে ট্রাম্প এমন অনুরোধ করেছিলেন। সে সময় তিনি ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ব্যাপারে ইতিবাচক ছিলেন। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে হয়েছে।
ওই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিসটোফার মিলারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস ওই বৈঠক সম্পর্কে নিশ্চিত করেছে।
বৈঠকে উপস্থিত কর্মকর্তা এবং ট্রাম্পের সহযোগীরা তাকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বুঝিয়েছেন। তারা ট্রাম্পকে বুঝিয়েছেন যে, এ ধরনের অভিযানে সীমান্তে সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও