বৃষ্টি হলেই কাদায় ভরে যায় রাস্তা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি জনপথের লতিফপুর, তরফপুর, আজগানা এবং বাঁশতৈল এই চার ইউনিয়নের শতাধিক আঞ্চলিক রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পরেছে। যুগযুগ ধরে এই চার ইউনিয়নের ভাঙ্গাচোরা
ও কাঁদা পানিতে ভরপুর আঞ্চলিক রাস্তাগুলো চলাচলের অনুপযোগী থাকায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার পাহাড়ি জনপথের আঞ্চলিক বেশ কয়েকটি রাস্তা ঘুরে দেখা গেছে জনসাধারণের চলাচলের দুর্ভোগের চিত্র।