কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতের সবজি: আড়ত মূল্য কম হলেও চড়া দাম নিচ্ছে খুচরা বিক্রেতারা

বার্তা২৪ লক্ষ্মীপুর প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৪:১৬

লক্ষ্মীপুরে শীতকালীন সবজি বাজারে আসা শুরু করলেও দাম কমছে না। আড়তে কম হলেও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে সবজির চড়া দাম নিচ্ছে। এতে অতিরিক্ত দামে সবজি কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতারা। তবে বাজার নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দিয়েছেন।

জেলা শহরের আড়ত ও খুচরা বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, আড়তে কাঁচামরিচ ৮০ টাকা কেজি, শিম ৪৫ টাকা, টমেটো ৮০ টাকা, মুলা ৩০ টাকা, করলা ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে অসাধু খুচরা বিক্রেতারা ১২০ টাকায় কাঁচা মরিচ, ৮০ টাকায় শিম, ৬০ টাকায় মুলা, ১০০ টাকায় করলা বিক্রি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও