কোভিড হটস্পট দিল্লির বাজারগুলি, বন্ধ রাখার ভাবনা কেজরি সরকারের
দিল্লিতে যে ভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে আগামী কয়েকদিনের জন্য কয়েকটি বাজার বন্ধ করে দেওয়া হতে পারে। সরকার এ ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবারই দিল্লির সরকারের তরফে জানানো হয়েছিল যে, আপাতত লকডাউন হবে না রাজধানীতে।
পাশাপাশি ৫০ জনের বেশি যাতে জমায়েত না-হয়, সে ব্যাপারেও নিয়ম করবে বলে ভাবছে দিল্লি সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'দিল্লিতে যে যেহেতু করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, তাই আমরা কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিচ্ছি যে, যদি প্রয়োজন হয়, তাহলে কিছুদিনের জন্য কয়েকটি বাজার বন্ধ রাখতে পারে দিল্লি সরকার। ওই বাজারগুলি কোভিড ১৯ হটস্পট হয়ে উঠেছে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.