আমরা চাইলেই অস্ত্র কিনতে পারি: সৌদির হুঙ্কার
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন, ইয়েমেন যুদ্ধে আমাদের ভূমিকার কারণে জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে, যা পুরোপুরি অযোক্তিক। এটি ভুল পদক্ষেপ, কারণ ‘ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া ন্যায়সঙ্গত। সেখানে অংশ নিতে আমরা বাধ্য হয়েছি’।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জার্মানির কাছ থেকে অস্ত্র না নিয়ে আমার অন্য দেশ থেকেই অস্ত্র নিতে পারি। এখন কেউ যদি বলে সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না, এতে তেমন কিছু আসে যায় না’। সৌদি বিশ্বের অন্যতম অস্ত্র আমদানিকারক মনে করিয়ে তিনি আরো বলেন, অস্ত্র বিক্রি না করার পদক্ষেপে রিয়াদ কৌশলগতভাবে জার্মানির ওপর চাপ সৃষ্টি করতে পারে।