যুক্তরাষ্ট্রে বিভক্তি মারাত্মক পর্যায়ে: ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমেরিকার সামনে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটিকে পাগলাটে ষড়যন্ত্র তত্ত্বের সংস্কৃতি থেকে উলটোপথে ফেরানো। তার মতে, এসব ষড়যন্ত্র তত্ত্ব আমেরিকার বিভক্তিকে আরো মারাত্মক করে তুলেছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বারাক ওবামা বলেছেন, চার বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, যুক্তরাষ্ট্র এখন তার চেয়ে আরো বেশি বিভক্ত। ওবামা বলেন, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও এই বিভেদ দূর করার কাজ শুরু হয়েছে মাত্র।