সফল করোনা প্রতিষেধকের আশা বাড়ছে
নভেল করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির দৌড়ে আরো একধাপ এগোলো বৈশ্বিক গবেষণা। এবার শিরোনামে উঠে এসেছে মার্কিন সংস্থা মডার্না ইনকরপোরেটেডের প্রতিষেধকের কথা।
মার্কিন সংস্থা মডার্না ইনকরপোরেটেডের প্রতিষেধক বা ভ্যাকসিন এখন পর্যন্ত ৯৪ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে সফলভাবে করোনাভাইরাস ঠেকাচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মডার্নার প্রতিষেধকটি বর্তমানে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে করোনার প্রতিষেধক তৈরির বিশ্বব্যাপী দৌড়ে মর্ডানার ভ্যাকসিনের সাফল্যের বিষয়টি দ্বিতীয় আশা জাগানো খবর। এর আগে বায়োএনটেক ও ফাইজারের প্রতিষেধকের ৯০ শতাংশ সাফল্যের খবর পাওয়া গিয়েছিল। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।