নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রীর মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুরে ধুকুটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আতিয়া আক্তার (২২) নামের অনার্স পড়ুয়া এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার মামুদনগর ইউনিয়নের ধুকুটিয়া গ্রামের আদর আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. হাসেম জানান, ওই শিক্ষার্থী মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়াশোনা করতেন। সোমবার সকালে গরুর জন্য খড়ের পালা থেকে খড় আনতে যায়। খড়ের খুঁটির পাশেই বিদ্যুতের তারের সাথে একটি কাচা বাঁশ লেগে থাকায় সেখানে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শিক্ষার্থী। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।